জগতে মানুষের পাশাপাশি শয়তানেরও আবির্ভাব সূতরাং ইচ্ছে করলেই নারী জাতের উপর পুরুষজাতির নিপীড়ন নির্যাতন আপনি আমি বন্ধ করতে পারবো না; শুধু প্রতিবাদ করা ছাড়া কিছুই করার নেই; তবে পুরুষ শাসিত সমাজে এহেন দুরাবস্থা কাটিয়ে ওঠার পথ নারী আন্দোলনের মাধ্যমে সুপ্রসন্ন করার বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন বেগম রোকেয়া। তা'আমরা ভুলে গিয়েছি।
আজ আমাদের আধুনি সভ্য মেয়েরা অনেকেই চারুলতা ও বেগম রোকেয়াদের চিনেই না।
আনন্দের কথা যে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা নারী আন্দোলনের কথা বিশেষ করে সভা সমিতিতে জোর দিয়ে না বললেও বাস্তবিকভাবেই তিনি কাজ করছেন; নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার চেয়ে বিশ্বে কোন নারী রাষ্ট্রপ্রধান কাজ করেনি, এটা বিগত ১০ বছরে শুধু বাঙ্গালী জাতি নয়; গোটা বিশ্ব টের পেয়েছে।
নারী ও শিশু নির্যাতন আইন পরিবর্তন পরিবর্ধন সংশোধন ও সংযোজনের মাধ্যমে শেখ হাসিনাই কন্যা সন্তানের পৈত্রিক সম্পত্তিবন্টন আইনকে সংস্কারসাধন করেছেন। যে আইন আজ অনেক বঞ্ছিত লাঞ্ছিত মেয়েদের জীবনের মূল্য ফিরিয়ে দিয়েছে।


No comments:
Post a Comment